Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

1| লাইসেন্সধারী চাউল কল/রাইস মিলের মাধ্যমেঃ চাল সংগ্রহ কালীন সময়ে সরকারী নির্দেশ ক্রমে মিলারদের নিকট থেকে বোরো/আমন চাল ক্রয় করা হয়ে থাকে এবং চাল খাদ্য গুদামে সংরক্ষন করা হয়।

 

2| কৃষকদের মাধ্যমেঃ গম/ধান সংগ্রহ কালীন সময়ে সরকারী নির্দেশ ক্রমে কৃষকদের নিকট থেকে গম/ধান ক্রয় করা হয় এবং ক্রয়কৃত গম/ধান খাদ্য গুদামে সংরক্ষন করা হয়।

 

3|খাদ্য গ্রদামঃ চাল/গম/ধান সংরক্ষন করা এবং বাজার দর নিয়ন্ত্রন করার উদ্দেশ্যে ও সাধারণ জনগনের নিকট বিক্রয় করার জন্য সরকারী নির্দেশ মোতাবেক ডি.ও এর মাধ্যমে ওএমএস ডিলারদের কে খাদ্য শষ্য দেওয়া হয়।

 

4| ভিজিডি/ভিজিএফ/টিআর/জিআর/এফএফডাবলু (কাবিখা)খাতে সরকারী নির্দেশ মোতাবেক প্রকল্প চেয়ারম্যান/সভাপতির অনুকুলে খাদ্য শষ্যের ডি.ও এবং স্থানীয় খাদ্য গুদাম থেকে খাদ্য শষ্য সরবরাহ করা হয়।

 

5| ইউনিয়ন ফেয়ার প্রাইস (সুলভ মূল্য) ডিলার/৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী রেশণ ডিলারদেরকে সরকারী নির্দেশ মোতাবেক ডি.ও এবং স্থানীয় খাদ্য গুদাম থেকে খাদ্য শষ্য দেওয়া হয়। যা তালিকা ভূক্ত জনগণের নিকট ডিলার খাদ্য শষ্য বিক্রয় করেন।

 

6| খাদ্য গুদাম সমূহে জেলার মধ্যে/জেলার বাহির হতে খাদ্য শষ্য ভি-ইনভয়েসের মাধ্যমে প্রাপ্তি/প্রেরণ/সংরক্ষন করা হয়।